পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার
ডেবরায় আদিবাসী ডাক্তার সরেনের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ডেবরা থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। সেই কর্মসূচির মধ্যে বিক্ষোভ কর্মসূচি থেকে থানা ঘেরাও করতে যেতেই বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। এরপরেও বিজেপি কর্মীরা এগোতে গেলে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ কর্মীরা। পুলিশের লাঠির ঘায়ে কার্যত ছত্রভঙ্গ হয়ে যায় বিজেপি কর্মীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ডেবরায়। ইতিমধ্যেই ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন।
আদিবাসী ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে ডেবরা থানা ঘেরাও—বিক্ষোভে পুলিশের কড়া ব্যবস্থা।

Leave a Reply