আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আলিপুরদুয়ারের বীরপাড়া মাদারিহাট ব্লকের গেরগান্ডা চাবাগান চা বাগান থেকে খাঁচা বন্দি একটি স্ত্রী চিতাবাঘকে প্রাথমিক চিকিৎসার পর জলদাপাড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দিল বন দপ্তর। জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকে ওই চা বাগান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল চিতাবাঘটি। স্থানীয়দের আবেদনে খাঁচা পাতে বন দপ্তর। সেই খাঁচায় খাঁচা বন্দি হয় ওই চিতা বাঘটি।অবশেষে এদিনই প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হলো।
খাঁচা বন্দি স্ত্রী চিতাবাঘ প্রাথমিক চিকিৎসার পর ফিরল প্রকৃতির কোলে।

Leave a Reply