নিজস্ব সংবাদদাতা, মালদা:জাল নোট নিয়ে বাজার করতে এসে ব্যবসায়ীদের হাতে ধরা খেয়ে গণধোলায় খেলো এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। ঘটনা গাজোল থানার অন্তর্গত মশালদিঘি এলাকার। স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যাচ্ছে এদিন ওই যুবক শনিবার মশালদিঘি এলাকায় হাটে আসে বাজার করতে।। সেখানে বিভিন্ন দোকানে কিছু কিছু বাজার করে ৫০০ টাকার জাল নোট হাতে ধরিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে যায়। ধরে ফেলেন এক ব্যবসায়ী। এরপর ঘোষণা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলে ব্যবসায়ীরা। চলে গণধোলায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। অভিযুক্ত যুবককে ক্ষিপ্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গাজোল থানায়। অন্যদিকে স্থানীয়দের দাবি, অভিযুক্ত ওই যুবক ওই এলাকার নয়। বাইরে থেকে মোটরবাইক করে এসেছিল ওই যুবক। বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে জাল নোট দিয়ে বাজার করে টাকা ঘুরিয়ে নেয় ওই যুবক।
গাজোলের মশালদিঘি হাটে জাল নোট কাণ্ডে চাঞ্চল্য, পুলিশের হস্তক্ষেপে রক্ষা যুবক।












Leave a Reply