নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- :— মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হবিবপুর থানার সহযোগিতায়, বাল্যবিবাহ প্রতিরোধ সচেতন মূলক কর্মসূচি পথ নাটকের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। হবিবপুর থানার অন্তর্গত আকতৈল গ্রাম পঞ্চায়েতের কেন্দপুকুর ধানহাটিতে।মঙ্গলবার দুপুর প্রায় ৩ টে নাগাত মালদা জেলা পুলিশ প্রশাসন পক্ষ থেকে এক পথ নাটকের মধ্যে দিয়ে ও এলাকার ছাত্র-ছাত্রীদের ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।বাল্যবিবাহ কি কারণে প্রতিরোধ করতে হবে। কম বয়সে কেউ বিয়ে দেবেন না।তাছাড়া সমাজের যদি কম বয়সী মেয়েদের দেওয়া হয়। কিভাবে তাদের প্রতিরোধ করতে হবে।সেই সব বিষয় নিয়ে আলোচনা করার,পাশাপাশি বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখা সহ বিভিন্ন বিষয়ে সচেতন মূলক কর্মসূচি পথ নাটকের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানে তুলে ধরা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন হবিবপুর থানার পুলিশ আধিকারিক সহ এলাকার ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ।
ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচি মালদায়।

Leave a Reply