পূর্ব মেদিনীপুর-দিঘা, নিজস্ব সংবাদদাতা : অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন এসোসিয়েশন এন্ড চ্যারিটেবিল ট্রাস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাগৃহে সংগঠনের রাজ্য সম্মেলন আয়োজিত হয়। এদিন রাজ্যের তেইশ জেলার কয়েক হাজার ইমাম-মুয়াজ্জিন এবং মাওলানা’রা সামিল হন। সংগঠনের তরফে দাবি করা হয়েছে যে, রাজ্য সরকার অবিলম্বে যাতে ইমাম ও মুয়াজ্জিন এবং মাওলানাদের ভাতা বৃদ্ধি করে। তা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনের তরফে৷ পাশাপাশি, দিঘায় মসজিদ নির্মাণের দাবিও জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি, সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস, সভাপতি জিয়াউল হক লস্কর, চেয়ারম্যান সাব্বির আলি ওয়ারিশ, পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক আব্দুস সামাদ, রামনগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সমাজসেবী আমজাদ আলি, পূর্ব মেদিনীপুর জেলার ইমাম-মুয়াজ্জিন এসোসিয়েশনের সম্পাদক মাওলানা আব্দুল খালেক প্রমুখ।
দিঘায় ইমাম-মুয়াজ্জিন সম্মেলন, মসজিদ নির্মাণের দাবিও জানাল সংগঠন।

Leave a Reply