চোপড়া, নিজস্ব সংবাদদাতা:- কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সারা ভারত কৃষক সভার অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার । দাসপাড়া অঞ্চল কমিটির ২৪ তম সম্মেলন অনুষ্ঠিত হয় চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গন্দুগছ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে । সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিএমের চোপড়া ২ নং এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার, সংগঠনের ব্লক সভাপতি নজরুল ইসলাম, মনসুর আলী, লতিফুল রহমান, কাইমুল হক, ফজলুল ইসলাম সহ আরো অনেকে । নেতৃত্বরা জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কৃষক সভার সংগঠনকে বুথস্তর পর্যন্ত গুছিয়ে তোলা হচ্ছে ।
বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরে সংগঠন গড়ে তোলার ডাক কৃষক সভার।

Leave a Reply