মহালয়ার আগেই তুঙ্গে তোড়জোড়, থাই মন্দির রূপে সেজে উঠছে হিলির দুর্গোৎসব।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারত- বাংলাদেশ সীমান্ত ঘেষা দক্ষিন দিনাজপুর জেলার হিলি শহরের বিপ্লবী সংঘের পুজোর চমক থাইল্যান্ডের বুদ্ধ মন্দির।হিলি যেমন সীমান্ত ঘেষা বিপ্লবী সংঘের পুজোর প্যান্ডেল ও কিন্তু গড়ে ওঠে একদম সেই সীমান্ত ঘেষেই। যা অন্যতম এক আকর্ষন।এবারে তাদের পুজো ৫৭তম বর্ষে পদার্পন করতে চলেছে।আর সেই পুজোকে ঘিরে মেতে উঠেছে হিলির ছোট থেকে প্রবীনরা।
নীল আকাশ সঙ্গে তুলোর মতন মেঘ মাঠে ঘাটে কাশ ফুল জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। কিছুদিন পরেই মহালয়া অর্থাৎ দেবী পক্ষের সূচনা। উমা আসছে বাপের বাড়ি, ঘরের মেয়ে ঘরে আসছে তোড়জোড় এখন তুঙ্গে। উল্লেখ্য বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। সারা রাজ্য জুড়ে এখন রীতিমতো তোড়জোড় , যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শিল্পীরা কাজ করছেন। কোথাও দেখা মিলছে সাবেকি আনা আবার কোথাও বা থিমের ছোঁয়া। ঠিক একই ছবি ধরা পড়ছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। সারা জেলা জুড়ে এখন রীতিমতো তোড়জোড়। দক্ষিণ দিনাজপুর জেলায় বহু বিগ বাজেট পুজো হয়, তারেই মাঝে অন্যতম বিগবাজেট পুজো হিলি বিপ্লবী সংঘ। জানাযায় ৫৭ তম বছরে পদার্পণ করছে হিলি বিপ্লবী সংঘের পুজো। সীমান্ত বর্তি এলকা হিলি , তারমধ্যে অন্যতম ক্লাব হিলি বিল্পবি সংঘ। এবারে থাইল্যান্ডের বিখ্যাত বুদ্ধ মন্দিরের আদলে থিমে হচ্ছে পুজো । শুধু পুজোকে ঘিরেই নয় জেলা ছাড়িয়ে রাজ্যে নাম রয়েছে হিলি বিপ্লবী সংঘের আর্ত ও দারিদ্র মানুষজনের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে।এছাড়াও পুজোর অর্থ বাচিয়ে তা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করার মত নজীরও রয়েছে এই ক্লাবের। একটি মাত্র পুজো জেলায় যা সীমান্ত বর্তি এলাকায় অবস্থিত। প্রতিবছর রাজ্য থেকে জেলা একপ্রকার ব্যাপক সারা ফেলে এই হিলি বিপ্লবী সংঘের শ্রী শ্রী দুর্গা পুজো।

এদিন আমাদের ক্যামেরায় ধরা পড়লো চরম ব্যস্ততা মাঝে কাজ সারছে মন্ডপ শিল্পীরা , পাশাপাশি মন্ডপেই তৈরি হচ্ছে শ্রী শ্রী দুর্গা প্রতিমা। প্রতিবারের মত এবারও পঞ্চমী তে মুখ্যমন্ত্রীর দ্বারা উদ্বোধন হবে এই পুজো।তাই তার আগেই কাজ শেষ হয়ে যাবে বলে ক্লাব কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে। প্রাকৃতিক সামগ্রী বলতে যে সব ফল-ফলাদি পুজো বা মানুষের কাজে লাগে না, অথচ নষ্ট হয়। সেসব ফল দিয়ে তৈরি হচ্ছে এবারের হিলি বিপ্লবীর পুজোমন্ডপ।মৃশিল্পী বহিরাগত হলেও ভূমিপুত্র হিলির।থ্যাইল্যান্ডের বুদ্ধ মন্দির – এক কথায় বলা যায় এবছর একপ্রকার ব্যাপক সারা ফেলতে চলেছে হিলির বিপ্লবী সংঘের শ্রী শ্রী দুর্গা পূজা।যা দেখার জন্য সারাবছর অপেক্ষা করে থাকে জেলা তো বটেই জেলার বাইরে উত্তরবংগ ও দক্ষিন বংগ থেকে আসা প্রচুর দর্শনার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *