উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সার্বজনীন করম পূজায় মেতে উঠলেন কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে করম পূজা উপলক্ষে বুধবার দিনভর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চোপড়ার দেবীঝোড়া এলাকার ৭ নং লাইন ফুটবল মাঠে । অনুষ্ঠান মঞ্চের সামনে করম ডাল দিয়ে করম দেবতার একটি বেদি স্থাপন করা হয় । এদিন প্রথমে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রদিপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। দ্বিতীয় পর্বে অতিথি বরণ এবং উদ্বোধনী আদিবাসি নৃত্য পরিবেশন করা হয় । এদিনের অনুষ্ঠানে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে আদিবাসি সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন । অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আদিবাসি নৃত্য প্রতিযোগিতা । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপড়ার বিডিও সমীর মন্ডল, গোপাল ভৌমিক, পঞ্চায়েত সমিতি সদস্য একরামুল হক, স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নরেশচন্দ্র সিংহ প্রমূখ । আয়োজক কমিটির পক্ষে দীনেশ লাকরা, নিমাই উড়াও বলেন এবারে এই পূজার ১৯ তম বর্ষ, মঙ্গলবার রাত্রে চিরাচরিত প্রথা মেনে করম দেবতার পূজা দেওয়া হয় । এদিন ছিল আদিবাসী সাংস্কৃতি অনুষ্ঠান ও মেলা । এদিনের আদিবাসী নৃত্য প্রতিযোগিতায় ব্লকের একাধিক দল অংশনেন । এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হল মাদলের তালে তালে আদিবাসি দলগত নৃত্য ।
Leave a Reply