আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- হাতে আর মাত্র কয়েকটি দিন, তারপর আপামর বাঙালি মেতে উঠবে আনন্দ উৎসবে, মেতে উঠবে নতুন সাজ পোশাকে। বাঙালির ‘বারো মাসে তেরো পার্বণ’ এর মধ্যে সব থেকে বড় পার্বণ হিসাবে দুর্গা পুজোর নাম-ই প্রথম সারিতে উঠে আসে। এদিকে প্রতিমা শিল্পীদের ব্যাস্ততা এখন তুঙ্গে। দেবী দূর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে দিনরাত চলছে কাজ। জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জর কাজ। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ঢেনারপুল এলাকার মৃৎশিল্পীদের ব্যস্ততা বর্তমানে তুঙ্গে। এদিন মৃৎশিল্পীরা জানিয়েছেন, এবছর অর্ডার আসছে ভালোই। তবে প্রতিমা গড়তে যত খরচ হয়, সেই তুলনায় তাঁরা লাভ করতে পারেন না। যেভাবে সবকিছুর মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই অনুযায়ী প্রতিমার দাম বাড়েনি।
খরচ বাড়লেও লাভ নেই শিল্পীদের, তবু পুজোর আনন্দে মেতে উঠছে ঢেনারপুল।

Leave a Reply