পিটিএস মোড়ে রাতে অভিযান, ধৃত দুই পাচারকারী ১০ দিনের পুলিশি হেফাজতে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদহে বিপুল অঙ্কের জালনোট উদ্ধার। মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় প্রায় ২১ লক্ষ টাকার জালনোট উদ্ধারে বড়সড় সাফল্য পেল বেঙ্গল এসটিএফ। ঘটনায় এসটিএফ-এর জালে ধরা পড়ল দুই জালনোট পাচারকারী। উদ্ধার জালনোট সহ ধৃত দুই পাচারকারীকে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিলেন এসটিএফ। জানা গেছে, ধৃত দুই জালনোট পাচারকারীর মধ্যে একজনের নাম হজরত বেলাল ওরফে মাসুদ। বয়স ২৪ বছর। বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় এবং অপর পাচারকারীর নাম তরিকুল ইসলাম। বয়স ২৫ বছর। বাড়ি কালিয়াচক থানা এলাকায়। মঙ্গলবার রাতে তারা দুজনে মিলে একটি করে ব্যাগ করে বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় সংলগ্ন’ ১২নং জাতীয় সড়কের ধারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ সেখানে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের ব্যাগ থেকে উদ্ধার হয় ২০ লক্ষ ৮৭ হাজার টাকার জালনোট। উদ্ধার নোটগুলির সমস্তটাই পাঁচশো টাকার নোট। এরপর এসটিএফ-এর পক্ষ থেকে উদ্ধার নোট সহ ধৃতদের তুলে দেওয়া হয় বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ধৃতরা বাংলাদেশ থেকে জালনোট সংগ্রহ করে অন্য কোথাও পাচার করতে যাচ্ছিল। তাই এই জালনোট পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতদের দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে পেশ করে মালদহ জেলা আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *