পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ছাত্র-ছাত্রীদের জন্য রান্না করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের দু’নম্বর সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুর এলাকায়,পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত স্বনির্ভর গোষ্ঠীর মহিলার নাম সরস্বতী পাল,বয়স আনুমানিক ৫০ বছর,বাড়ি ভগবন্তপুর গ্রামে, জানা গিয়েছে ভগবন্তপুর প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের রান্না করার জন্য নিযুক্ত হয় স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সরস্বতী পাল, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে রান্নাঘরের দরজা বিদ্যুৎপৃষ্ট হয় বলে সূত্রে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফ গায়েন সমবেদনা জানানোর পাশাপাশি তিনি জানিয়েছেন বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে,ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ভগবন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্য: রান্নাঘরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু।

Leave a Reply