সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনী মণ্ডপে জীবন্ত রূপে আগরপাড়ায়।

আগরপাড়া, নিজস্ব সংবাদদাতা:- ২০২৫ সালে দেশের সবথেকে আলোচিত ঘটনাবহুল মেগা ধর্মীয় ইভেন্ট কুম্ভ এবার পুজোর থিমে উপস্থাপনা করে দর্শকদের বিশাল চমক দিতে তৈরি হচ্ছে এই পুজো। পুরাণে কথিত আছে দেবরাজ ইন্দ্র নিজের অহং বোধে দুর্বাসা মুনির নিবেদন করা পুষ্প মালা নিতে অস্বীকার করেন। ক্রোধে ফুঁসতে থাকা দুর্বাসা অভিশাপ দেন সমস্ত দেবতা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের শক্তি হারিয়ে ফেলবেন। এর জেরে দেবতাদের হেলায় হারিয়ে স্বর্গ দখল করবে অসুর কূল। বিপাকে পড়ে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু উপায় বের করেন। দেবতাদের অমৃত পান করিয়ে অবিনশ্বর এবং মহাশক্তিশালী করার উদ্দেশ্যে সমুদ্র মন্থনের সিদ্ধান্ত হয়। অমৃত মন্থনের সময় চার ফোঁটা অমৃত পৃথিবীর যে চারটি স্থানে পড়েছিল সেগুলি হল হরিদ্বার, প্রয়াগ, ত্রিম্বক(নাসিক) এবং উজ্জয়িনী। অমৃতের কলসের নাম কুম্ভ। তাই সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুয়ায়ী এই চারটি স্থানে কুম্ভ মেলা আয়োজিত হয়। যেখানে পূণ্য স্নান করলে মোক্ষ লাভ হয় মানুষের। এই তথ্য নিজের গবেষণার থিসিস আকারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জমা দেন অ্যালান মোরিনিস। সেই কুম্ভ কে ঘিরে ভক্তি, পুরান এবং ধর্মের এক ত্রাহ্যস্পর্শ কুম্ভ। ২০২৫ সালের কুম্ভ যোগ ১৪৪ বছরের মহাযোগ ছিল। তাই অত্যন্ত প্রাসঙ্গিক এক পৌরাণিক অধ্যায় এবার শিল্পীর নিখুঁত আবহ এবং রূপকল্পে উঠে আসছে এই মণ্ডপে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *