খেলাধুলায় উৎসাহ দিতে সীমান্ত অঞ্চলে বিরাট ফুটবল প্রতিযোগিতা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সীমান্ত এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহী করে তুলতে লালপুর যুব কল্যাণ সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় ত্রিমোহিনীতে অনুষ্ঠিত হল ২৯তম বর্ষের বিরাট নকআউট ফুটবল প্রতিযোগিতা।

ফাইনাল ম্যাচে জমজমাট লড়াইয়ের পর ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় এফ সি বাঙালিপুর। বিজয়ী দলকে দেওয়া হয় নগদ ২০,০০০ টাকা এবং একটি আকর্ষণীয় ট্রফি।
রানার্স আপ হয় এসটি বন্ধু একাদশ, বুনিয়াদপুর। তাদের হাতে তুলে দেওয়া হয় নগদ ১৬,০০০ টাকা এবং একটি ট্রফি।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায় জামালপুর যুব কল্যাণ সংঘ, যারা পায় একটি সুদৃশ্য ট্রফি।এছাড়াও, প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলকিপার ও সেরা খেলোয়াড়-দের পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় আশীষ সরকার, ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা ঘোষ, সদস্য ঐন্দ্রনাথ মাহাতো, চঞ্চল দাস, বীরেন্দ্রনাথ মাহাতো, নবোদয় বালুরঘাট স্কুলের প্রিন্সিপাল সহ আরও অনেক ক্রীড়াপ্রেমী ব্যক্তি।
শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই নকআউট ফুটবল প্রতিযোগিতা ঘিরে ত্রিমোহিনী মাঠে উপচে পড়ে দর্শকদের ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *