মাটির দেওয়াল চাপা পড়ে মৃত মা ও ২ মেয়ে, ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

মথুরাপুর, নিজস্ব সংবাদদাতা:- জানা গিয়েছে মন্দিরবাজার বিধানসভার সারদেশ্বরী স্কুলের কাছে কামার পাড়ারয় একটি মাটির বাড়িতে থাকতেন তাঁরা। পুলিশ সূত্রে খবর ঘটনার সময় মেয়ে শীলা কর্মকার(১৫) ও প্রিয়া কর্মকার(১০)-এর সঙ্গে বাড়িতেই ছিলেন তাদের মা বৃহস্পতি কর্মকার।

সেই সময় হঠাৎ মাটির বাড়ি ভেঙে গায়ের উপর চাপা পড়ে তাদের। প্রতিবেশীরা দ্রুত উদ্ধারকাজে আসে। খবর দেওয়া হয় মন্দিরবাজার থানায় ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।

পরে মাটি সরিয়ে তিনজনকেই উদ্ধার করা হয় এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

জানা গিয়েছে আমার‌ বাড়ি প্রকল্পে ঘর বাঁধার জন্য টাকাও পেতেন তাঁরা। ঘর বাঁধার জন্য সেজন্য একটু দেরী হচ্ছিল। ফলে দুর্বল বাড়িতেই তাঁরা অবস্থান করছিলেন। কিন্তু কয়েকদিন ধরে চলা বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়েছিল বাড়িটি। এমনকি দেওয়াল ও নরম হয়ে যায়।

সেই দেওয়াল যে এভাবে ভেঙে পড়বে তা কল্পনা করতে পারেননি কেউই। বর্তমানে মৃতদেহগুলি পুলিশ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এই ঘটনার পর শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয়রা এই ঘটনায় খুবই শোকাহত হয়ে পড়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার।
এই ঘটনায় কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলেছেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার। তিনি জানিয়েছেন যদি কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা দিত তাহলে হয়ত এই পরিবার বেঁচে যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *