পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় পুলিশের গাড়িতে বোমাবাজির ঘটনায় সিভিক ভলেন্টিয়ার জখম,এবার এই প্রসঙ্গ নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায়, বিজেপির দুই দিনের একটি মন্ডল সভাপতি কর্মশালায় দ্বিতীয় দিনে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন পুলিশ আর তৃণমূলের মধ্যে কোন পার্থক্য নেই, পুলিশি তৃণমূল তৃণমূলই পুলিশ,ভাগ বাটোয়ারা নিয়ে ২৫ বছর ধরে গন্ডগোল হয়েছে,মেরে দিয়েছে, অন্যদিকে পুলিসের ভূমিকায় প্রশ্ন খোদ বিডিও-র। আক্রান্ত খোদ লালগোলার বিডিও! বিডিও-র আবাসনে লাগাতার হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার পুলিসের। এই নিয়েও প্রতিক্রিয়া দিলেন শমিক ভট্টাচার্য।তিনি বলেন নেতা-মন্ত্রী পুলিশ সব এক হয়ে গেছে, যতদিননা এরা যাবে ততদিন এমন চলবে।
মেচেদা থেকে ফারাক্কার ঘটনায় তৃণমূলকে কটাক্ষ, পুলিশের ভূমিকায় প্রশ্ন বিজেপি সভাপতির।

Leave a Reply