নিজস্ব সংবাদদাতা, মালদা—শুক্রবার চাঁচল থানার আইসির দেখা না পেয়ে আইসির বিরুদ্ধে, বিকাল চারটা থেকে বিক্ষোভ দেখাতে থাকে সাংসদ খগেন মূমূ । থানার মূল গেটের সামনে দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিকেল চারটা থেকে চলা এই বিক্ষোভ কর্মসূচি রাতেও খবর লেখা পর্যন্ত জারি রয়েছে। আইসির দেখা না পাওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ।শুক্রবার বিকেলে থানায় যায় বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূ সেখানে আইসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন। এক গন্ডগোলে গ্রেপ্তারির ঘটনায় পুলিশের বিরুদ্ধে মিথ্যা কেস সাজানোর অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন থানা চত্বরে। উল্লেখ্য, সম্প্রতি চাঁচল সদর এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা এবং বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী সুমিত সরকারের মধ্যে গন্ডগোলের জেরে রক্তপাতের ঘটনা ঘটে। গন্ডগোলে দুপক্ষের মোট ৬জন আহত হন। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মার হয়ে এদিন চাঁচল থানায় যান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্ম। তিনি থানায় গিয়ে আইসির সঙ্গে দেখা করতে চান। কিন্তু আইসিকে থানায় না পেয়ে আইসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। থানা চত্বরে বসে পুলিশের বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখাতে থাকে।
আইসির দেখা না পেয়ে থানা গেটেই ধর্না বিজেপি সাংসদের।

Leave a Reply