নিজস্ব সংবাদদাতা, মালদা—- — বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন।পদযাত্রার মধ্য দিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা।
হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান।
মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল।
ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে। সারা শহর পরিক্রমা করে পদযাত্রা।
মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, জেলা তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস
সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা।
বিশ্ব নবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয়। সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয় পদযাত্রার মধ্য দিয়ে। জাশনে ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটি এই পদযাত্রার আয়োজন করে। শুক্রবার সকালে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রা।
ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপনে মালদার রাস্তায় হাজারো মানুষের পদযাত্রা।

Leave a Reply