ত্রিপল মোড়া শিশুর দেহ উদ্ধার, ক্ষুব্ধ গ্রামবাসীর হাতে মার খেল অভিযুক্ত প্রতিবেশী।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার তেহট্ট থানার নিশ্চিন্তপুর গ্রামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। গতকাল দুপুরে মাঠে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ৮ বছরের স্বর্ণাভ বিশ্বাস। সারাদিন খোঁজ করেও ছেলের কোনও সন্ধান না পেয়ে রাতে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন শিশুর পরিবার। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ছেলেটির সন্ধান চেয়ে প্রচার চালানো হয়।

আজ সকালে গ্রামে চাঞ্চল্য ছড়ায়, যখন বাড়ি থেকে সামান্য দূরের একটি পুকুরে ত্রিপল মোড়া অবস্থায় শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। দেহ উদ্ধারের পর দেখা যায়, তা পচে গেছে এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এমন হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

মৃত শিশুর পরিবারের অভিযোগ, তাদের প্রতিবেশী উৎপল মণ্ডলই এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে। তাঁদের দাবি, পূর্ব শত্রুতার জেরে উৎপল শিশুটিকে অপহরণ করে খুন করেছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুকুরে ফেলে দিয়েছে।

এই অভিযোগ ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত উৎপল মণ্ডলের বাড়ি ঘিরে ফেলে এবং তাঁকে ধরে এনে ব্যাপক মারধর করে বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ কোনওরকমে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে পুলিশ অভিযুক্তকে সরিয়ে নিলেও জনতার রোষ কমেনি। স্থানীয়দের একাংশ তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে পেয়েও উত্তেজিত জনতা বাধা দিতে থাকে। এই ঘটনার পর গোটা গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত উৎপল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এক পুলিশ আধিকারিক বলেন, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য এলাকার মানুষকে অনুরোধ করা হচ্ছে।”

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি গ্রামের মধ্যে কয়েকটি পরিবার নিয়ে নানা রকম দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই এমন নৃশংস ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

শিশুর মৃত্যু ও প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ ঘিরে তেহট্টের নিশ্চিন্তপুরে এখন আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হলেও, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ এখনও প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *