পূর্ব মেদিনীপুর-মারিশদা, নিজস্ব সংবাদদাতা :- একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হল মারিশদায়। শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার ঘোড়াতলিয়া বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সেই শিবির হয়। সেখানে চক্ষু পরীক্ষা করেন চৈতন্যপুরের একটি বেসরকারি হাসপাতালের কয়েকজন চিকিৎসক। উদ্যোক্তারা জানিয়েছেন, সেখানে শতাধিক জনকে বিনামূল্যে চিকিৎসা করানো হয়। এমনকি বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে ৮ জনকে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংস্থার সম্পাদক সুজিত কুমার দাস বলেন, এলাকার দু:স্থ লোকেরাও যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণে ওই শিবিরের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন ঘোড়াতলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক অতনু মান্না, আয়োজক সংস্থার সভাপতি সত্যব্রত দাস, সম্পাদক সুজিত কুমার দাস, সহ-সভাপতি তাপস কর, সহ-সম্পাদক চন্দন দাস, কোষাধ্যক্ষ সুশান্ত গিরি প্রমুখ।
দুস্থদের পাশে ঘোড়াতলিয়া বিবেকানন্দ ক্লাব, সফল চক্ষু চিকিৎসা শিবির আয়োজন।

Leave a Reply