নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — আজ ৫-ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা সার্কেলের শিক্ষকরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও কুশিদা প্রাথমিক সু-স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন। শতাধিক রোগীর পাশাপাশি চিকিৎসক,নার্স ও সাফাই কর্মীদের হাতে ফল সামগ্রী তুলে দেন শিক্ষকরা। শিক্ষকদের এই মানবিক কাজে খুশি মানুষ। শিক্ষক দিবস উৎযাপন কমিটির সম্পাদক মিঠুন রক্ষিত বলেন,গত চার বছর ধরে এই কর্মসূচি করে আসছেন শিক্ষকরা। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। বর্তমান যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়েছে। নেশামুক্ত সমাজ গড়তে ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষকরাও
প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন। অপরদিকে ছাত্র ছাত্রীদের হাতে বাইকের চাবি ও মোবাইল তুলে দেওয়ার আগে খাতা কলম ও বই তুলে দেওয়ার আহ্বান করেন শিক্ষকরা। আগামী ১৮ সেপ্টেম্বর তুলসীহাটা চক্রের উদ্যোগে কুশিদা জুনিয়ার বেসিক স্কুলে বিদায়ী শিক্ষক সংবর্ধনা ও নবীন শিক্ষক বরণ এবং দুস্থদের বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির রয়েছে। শিবিরে স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান করেন শিক্ষকরা।
নেশামুক্ত সমাজ গড়ার বার্তা দিলেন তুলসীহাটা সার্কেলের শিক্ষকরা।

Leave a Reply