নিজস্ব সংবাদদাতা, মালদা—রঘু ডাকাত বাংলা সিনেমার প্রমোশনে মালদা দেব সহ রঘু ডাকাত টিম। মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির প্রেসিডেন্ট প্রসেনজিৎ দাসের তত্ত্বাবধানে মালদায় হয়ে গেল,রঘু ডাকাত বাংলা সিনেমার প্রমোশন। শনিবার দুপুর সাড়ে বারোটায় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে মেঘাস্টার দেবের বাংলা সিনেমা রঘু ডাকাতের প্রমোশন হলো ধুমধাম এর সাথে। সকাল থেকেই ভক্তদের ভিড় চরম রোদকে উপেক্ষা করে, প্রায় তিন থেকে চার ঘন্টা , কাঠফাটা রোদে দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করে সিনেমার প্রমোশন দেখার জন্য। তার মধ্যে কিছু পুলিশ কর্মী এবং কিছু প্রমোশন দেখতে আসা মানুষ অসুস্থ হয়ে পড়ে গরম এবং রোদের তাপে। যদিও তাদের সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করে। টানা ২-৩ ঘন্টা অপেক্ষার পর মঞ্চে এসে পৌঁছালো রঘু ডাকাত অভিনীত মেঘাস্টার দেব অধিকারী, তারপরেই আনন্দ ও উচ্ছ্বাসে লাফিয়ে ওঠে জনতা। এছাড়াও মঞ্চে ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইথিকা, এবং আরো অনেকে সেই সিনেমায় অভিনীতরা।
রঘু ডাকাত টিমের প্রমোশনে মালদা শহর মাতল, পুলিশ-প্রশাসনের কড়া নিরাপত্তা।

Leave a Reply