নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —আর ওয়াই এফ এর আহ্বানে অধিকার যাত্রা, সোমবার দুপুরে বামনগোলা ব্লকের পাকুয়াহাটি এলাকায় অনুষ্ঠিত হলো অধিকার যাত্রা,এই অধিকার যাত্রা শুরু হয় ৩১শে আগস্ট, কোচবিহারের মেখলিগঞ্জ থেকে শেষ হবে ১৫ ই সেপ্টেম্বর কলকাতায় গিয়ে।অধিকার যাত্রায় পাকুয়াহাট এলাকায় একটি র্যালি মাধ্যমে গোটা এলাকা পরিক্রমা করে বামনগোলা বিডিও অফিস মোড়ে একটি পথসভা করা হয়।আর ওয়াই এফ সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্যকে কটাক্ষ করে বলেন,যুবক-যুবতীদের মাসিক ৩০ হাজার টাকার রোজগারের গ্যারান্টি চাই। কৃষিভিত্তিক ও কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্পায়ন চাই।স্বচ্ছতার সাথে সকল সরকারী গুণ্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে।নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ-স্থায়ী পুনর্বাসন ও ভাঙ্গন প্রতিরোধ করতে হবে।বাংলা ভাষা ভাষী পরিযায়ী শ্রমিকদের দেশের যেকোনো রাজ্যে কাজ করাও বসবাস করা সংবিধান সম্মত অধিকার।সহ বিভিন্ন বিষয় বক্তব্যের মধ্যে তুলে ধরে। এদিন উপস্থিত ছিলেন আর ওয়াই এফ রাজ্য সম্পাদক আদিত্য জোরদার, আর ওয়াই এফ সর্বভারতীয় সম্পাদক রাজীব ব্যানার্জি, আর ওয়াই এফ জেলা সম্পাদক অমিত সাহা, আর ওয়াই এফে জেলা সভাপতি সুশীল মার্ডি।
বামনগোলায় পথসভা – যুব সমাজের জন্য ৩০ হাজার টাকার রোজগারের গ্যারান্টি দাবিতে আর ওয়াই এফের কটাক্ষ।

Leave a Reply