পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একাধিক দাবি নিয়ে সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের র্যামকো সিমেন্ট কারখানায় চলছো কাজ বন্ধ করে শ্রমিক বিক্ষোভ।মূলত সিওডি র দাবীতে এই শ্রমিক বিক্ষোভ।শ্রমিকদের অভিযোগ, মালিক কর্তৃপক্ষকে অবিলম্বে মাইনে বাড়াতে হবে। শ্রমিকদের অভিযোগ ২০১৯ সাল থেকে বাড়ি ভাড়া ১৫০০ টাকা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।তাই এই টাকা চালু করতে হবে।এরকম একাধিক দাবীতে সকাল থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন।মোট এই কারখনায় ৪১৫ জন শ্রমিক কর্মরত আছেন।সকাল থেকে প্রত্যেকেই কাজ বন্ধ রেখে বিক্ষোভ অবস্থান করছেন, তবে স্পষ্ট বক্তব্য উর্দ্ধতন কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে হস্তক্ষেপ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিলেন বিক্ষোভকারীরা।
সিওডি চালুর দাবিতে উত্তাল কোলাঘাটের র্যামকো সিমেন্ট কারখানা।

Leave a Reply