কোলাঘাটের ‘সংকেত’ ক্লাবের উদ্যোগে যক্ষ্মা রোগীদের পুজো থেকে পুজো পর্যন্ত প্রোটিনসমৃদ্ধ খাদ্য বিতরণ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শারদ উৎসবের অঙ্গ স্বরূপ শুরু হল পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে যক্ষ্মা রোগীদের খাদ্য সামগ্রী বিতরণ। জেলার বিভিন্ন ব্লকে দুঃস্থ পরিবারের যক্ষ্মারোগে আক্রান্ত ব্যাক্তিদের এই বৎসর পুজোর মাস থেকে আগামী বৎসর পুজোর মাস পর্যন্ত এক বছর প্রতিমাসে
কোলাঘাট সংকেত পুজা কমিটির উদ্যোগে ও ব্যায়ে
প্রোটিনযুক্ত উপযোগী খাদ্য সামগ্রী সরবরাহ শুরু হল আজ
৯ ই সেপ্টেম্বর মঙ্গলবার থেকে।
আজ পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের সরকারীভাবে চিকিৎসাধীন সকল পেসেন্টদের উদ্দেশ্যে তাদের বাড়ির লোকেদের হাতে একমাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় শহীদ মাতঙ্গিনী ব্লকের জানুবসান গ্রামীন স্বাস্থ্যকেন্দ্র হতে।
এই মর্মে কোলাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা সংকেত ক্লাবের সাথে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য বিভাগের এক চুক্তি বা মৌ স্বাক্ষর সম্পন্ন হয়।
এই কর্মসূচি জাতীয় যক্ষ্মা রোগ নির্মূল করণ “নিক্ষয় মিত্র” কর্মসূচির আওতাভুক্ত।

এই কর্মসূচির দায়িত্ব অর্পণে মৌ স্বাক্ষর করে জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিভাস রায় সংকেতের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এই মর্মে CMHO এবং অন্যান্যদের উপস্থিতিতে জেলা মূখ্য স্বাস্থ্য দফতরে সংকেতের সাথে মৌ চুক্তি সম্পন্ন হয়েছে।
সংস্থার পক্ষে সহ সভাপতি শ্যামল আদক জানিয়েছেন, –
“প্রাথমিকভাবে দেড়শ থেকে দুশোজন পেসেন্ট এর হাতে প্রতি মাসে স্বাস্থ্য দফতর নির্ধারিত মান ও পরিমাণ মত
খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। প্যাকেটের মধ্যে থাকবে একমাসের পরিমাণ মত সরিষার তেল, মসুর ডাল, ছোলা, সোয়াবিন, রাজমা, সুজি, চিনি ইত্যাদি সামগ্রী।
সংকেতের পক্ষে ডাঃ শ্যামল আদক আরো জানিয়েছেন যে, আমরা সারা বছর আর্ত মুমুর্ষ দের জন্য বহুমুখী কর্মসূচি বাস্তবায়িত করে চলেছি,তারাই অঙ্গ স্বরূপ এই প্রয়াস। ভবিষ্যতে আরো কত বেশী পেসেন্টদের জন্য এই ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব।
আমাদের ৫৩ তম আগমনী উৎসব নিবেদন করা হয়েছে ,
আর্ত মুমুর্ষ দরিদ্র মানুষের সেবায় এবং বহুমুখী সামাজিক উন্নয়ন ও সমাজসচেতনার উদ্দেশ্যে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *