দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। মঙ্গলবার দুপুর একটা নাগাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে মিছিল করে ডেপুটেশন জমা দিলেন চাকরিপ্রার্থীরা। তাদের অভিযোগ, ২০২২ সালের ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এখনও কার্যকর করা হয়নি। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান আন্দোলনকারীরা। এদিন ডেপুটেশন জমা দিতে গিয়ে তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। চাকরিপ্রার্থীদের বক্তব্য, দীর্ঘদিন অপেক্ষার পরও সমাধান না মেলায় তারা বাধ্য হয়েছেন পথে নামতে।
দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বালুরঘাটে।

Leave a Reply