দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত রাজবংশী ভাষার স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলে রাজবংশী সংগঠন দি গ্রেটার কোচবিহার পিপাস এসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অনির্দিষ্টকালের জন্য ডিএম অফিসের সামনে গণ অবস্থানের ডাক দেওয়া হলো। এই গণ অবস্থানে আসা নেতৃত্বদের দাবি দীর্ঘদিন ধরে রাজবংশী ভাষার স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছেন না বারবার জানিও প্রশাসন সেই বিষয়ে কোন ভুরুক্ষেপ করছে না বলে তারা আজ গণ অবস্থান করতে বাধ্য হয়েছেন। দাবি না মানলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল রাজবংশী সংগঠন।

Leave a Reply