পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিরাকাটা রেঞ্জের রঞ্জা বিটের ঘাগড়াশোলের জঙ্গলে বুধবার প্রবেশ করেছে ১৮ থেকে কুড়িটি হাতির একটি বড় দল, এই দিন সকালে বেশ কয়েকজনকে নিয়ে জঙ্গলে রাস্তায় একটি চারচাকা গাড়ি যাওয়ার সময় হঠাৎই হাতির মুখে পড়ে যায়, কোনক্রমে প্রাণ রক্ষায় গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালক সহ বেশ কয়েকজন যাত্রী, এরপর ওই গাড়িটির উপর হামলা চালায় দাঁতাল হাতিটি, তবে আমলায় কারো কোনো ক্ষতি না হলেও যথেষ্ট ক্ষতি হয়েছে ওই চার চাকা গাড়িটির, ইতিমধ্যেই বনদপ্তরের তরফ থেকে জঙ্গল রাস্তায় পাড়া পারে নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ।
পিরাকাটা রেঞ্জে ২০ হাতির দল, আতঙ্কে জঙ্গলমহল।

Leave a Reply