আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকে বিজেপির ভাঙন অব্যাহত। এবার ফালাকাটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বংশীধরপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল ৭ পরিবার। মঙ্গলবার রাতে ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় দাসের হাত ধরে তৃণমূলে যোগ দিল ৭টি বিজেপি পরিবার।অন্যদিকে, তৃণমূলে যোগদানকারীদের পরিষ্কার বক্তব্য, বিজেপির নেতারা শুধুই উন্নয়নের আশ্বাস দেয়। কিন্তু কোনও কাজ করে না। তবে রাজ্য জুড়ে তৃণমূল সরকারের উন্নয়নের জোয়ার চলছে। সেই উন্নয়নের শরিক হতেই এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। মা-মাটি-মানুষের সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে এলাকার উন্নয়ন করতেই এদিনের এই যোগদান বলে জানিয়েছেন যোগদানকারীরা।
ফালাকাটা গ্রামীণ ব্লকে তৃণমূলের শক্তিবৃদ্ধি, বিজেপি শিবিরে চিন্তা।

Leave a Reply