মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- — —হবিবপুরে আগামী বিধানসভা নির্বাচন হতে এখনও দেরি থাকলেও, ভোটের আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছেন বিশিষ্ট সমাজসেবক নিতাই মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা বিধানসভার হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় জনসংযোগে অংশ নেন তিনি।
এদিন স্থানীয় দুর্গাপূজা কমিটি থেকে শুরু করে গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন নিতাইবাবু। মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং আগামী দুর্গাপূজার আগে গরিব-দুঃস্থদের জন্য বস্ত্র দানের ব্যবস্থা করার আশ্বাস দেন।
নিতাই মণ্ডল জানান— “মানুষের সঙ্গে কথা বললাম, তাদের সমস্যা জানলাম। বিধানসভা ভোটের পর থেকে এলাকার মানুষ অভিযোগ করছেন, তাঁদের পাশে কোনও নেতাকে আর দেখা যায়নি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”
স্থানীয় বাসিন্দারাও নিতাই মন্ডলের প্রশংসা করে বলেন, “বিশিষ্ট সমাজ সেবক হিসেবে তিনি সবসময় আমাদের পাশে থাকেন। আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে তাঁকেই চাই আমরা।”
এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নিতাই মন্ডল ছাড়াও ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply