দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হরিরামপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘিরে উঠছে অনিয়মের অভিযোগ। হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েত অফিসেই আয়োজিত হয়েছিল এই ক্যাম্প, পাশাপাশি চলছিল দুয়ারে সরকার আউটরিচ শিবির। কিন্তু ক্যাম্পের বাইরে যে ছবি ধরা পড়েছে, তা দেখে ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
সরকারি পরিষেবা নিতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। অভিযোগ, ক্যাম্প থেকে প্রকল্পের ফর্ম সংগ্রহ করে পাশেই লাইন দিয়ে বসা বেকার যুবকদের কাছে টাকার বিনিময়ে ফর্ম পূরণ করাতে হচ্ছে উপভোক্তাদের। অথচ ব্লকের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়নি, ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
কন্যাশ্রী ক্লাবের সদস্য থেকে শুরু করে স্থানীয় জন প্রতিনিধি—কেউই পাশে দাঁড়াননি। সুযোগ বুঝে কেউ বসেছেন ফর্ম ভরার টেবিল নিয়ে, কেউ আবার মাটিতে বস্তা পেতে জেরক্স মেশিন চালিয়ে টাকা তুলছেন। প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মহীন যুবক এই ক্যাম্পকে বানিয়ে নিয়েছে রোজগারের বাজার। অভিযোগ, ব্লক জুড়েই একই চিত্র।
প্রশাসনের নীরবতায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। রাজ্য সরকার যখন মানুষের দরজায় গিয়ে সরকারি পরিষেবা পৌঁছে দিচ্ছে, ঠিক তখন হরিরামপুরের ক্যাম্পে টাকার বিনিময়ে ফর্মফিলাপের এই ছবি জেলা প্রশাসনকেই ফেলেছে অস্বস্তিতে।
Leave a Reply