মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- মালদহের গাজোল টোল প্লাজার কাছে ১২ নম্বর জাতীয় সড়কে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠসহ ডাইভার সহ কনটেনার লরি আটক করল বনদপ্তরের আধিকারিকরা।
সূত্রে জানা গেছে, সোমবার রাতে জিএসটি দপ্তরের আধিকারিকরা বৈধ কাগজপত্র না থাকায় ১২ চাকা বিশিষ্ট লরিটিকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে বনদপ্তরের হাতে লড়ি সহ কাঠগুলি হস্তান্তর করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অসাম কন্টেনের লরিটি কলকাতার উদ্দেশ্যে সেগুন কাঠ বোঝাই করে জাতীয় সড়ক দিয়ে আসছিল।জিএসটি দপ্তরের আধিকারিকরা গাড়িটিকে দাঁড় করিয়ে কাগজপত্র চেক করতেই সন্দেহ হয় গাড়িতে চেক করার সময় কনটেনার ভরতি কাঠ থাকায়।আটক করে মঙ্গলবার
বনদপ্তর হাতে গাড়িচালক সহ গাড়ি ও কাঠ বনদপ্তর হাতে তুলে দেন এই নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বনদপ্তর।
Leave a Reply