কলকাতা, নিজস্ব সংবাদদাতা:-রাত্রি তখন অনুমান ৯:৩৫, মোটামুটি হালকা বৃষ্টি শুরু হয়েছে, আমি অন্যান্য অফিসার ফোর্স যখন কামারকুন্ডু স্টেশনে দাঁড়িয়ে লেডিস বগি সহ অন্যান্য কম্পার্টমেন্টে তল্লাশি চালাচ্ছিলাম তখন আমরা খবর পাই যে কামারকুন্ডু স্টেশনে UP কাঞ্চনকন্যা ট্রেনের জেনারেল বগির টয়লেটে একজন মহিলা একটি নবজাতক শিশুর জন্ম দিয়েছে এবং ওই মহিলার স্বামী অসহায় অবস্থায় বাইরে দাঁড়িয়ে আছে, এই খবর পাওয়া মাত্র আমরা তাৎক্ষণিকভাবে ট্রেন থামাই এবং মহিলা পুলিশের সহায়তায় এবং মহিলার স্বামীর উপস্থিতিতে আমরা মা এবং নবজাতক শিশুটিকে ট্রেন থেকে নামিয়ে আনি। তারপর ওই মহিলাকে বাচ্চা সহ ট্রেচারে চাপিয়ে প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরে নিয়ে এসে তাদের চিকিৎসার জন্য থানার গাড়িতে বসিয়ে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে, এখন সেখানে মা এবং শিশু চিকিৎসা প্রক্রিয়া চলছে । সৌভাগ্যবশত, মা এবং নবজাতক শিশু উভয়ই নিরাপদ এবং সুস্থ আছেন।
ওই মহিলার স্বামীর নাম: নয়ন মোল্লা (২১) দক্ষিণদারি থানা লেকটাউন, উতোডাঙ্গা, কলকাতা।
Leave a Reply