রায়দিঘি, নিজস্ব সংবাদদাতা:- রায়দিঘিতে মৎস্যজীবীদের জালে পড়ল ৫০ টি নড়েভোলা মাছ।যার দাম লক্ষাধিক টাকা। এই ঘটনায় খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মনে। মাছগুলি রায়দিঘি ঘাটে আনার পর নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মৎস্য আড়তে।
এই নড়েভোলা মাছগুলি ধরা পরে ‘প্রিয়াঙ্কা’ নামের একটি মৎস্যজীবী ট্রলারে। জালে এই মাছ আরও অনেক পড়েছিল। কিন্তু জাল ভারী হয়ে আসায় কিছু মাছ পড়ে যায়। শেষ পর্যন্ত এই মাছগুলি নিয়ে আসা হয়।
মাছগুলি রায়দিঘি ঘাট থেকে সরাসরি ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মৎস্যআড়তে মাছগুলি নিয়ে আসা হয়। প্রায় সাড়ে চার লক্ষ টাকায় সেগুলি বিক্রি করা হয়েছে।
Leave a Reply