বেলুড়, নিজস্ব সংবাদদাতা:- হাওড়া জেলার ডোমজুড় বিধানসভার বেলুড় সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় বিশেষ করে অগ্ৰদূত ক্লাবের সামনে, চাঁদমারি, নৃপেন্দ্রপল্লি, অনেক দিন ধরে নোংরা ,দুর্গন্ধ এমনকি বলা বাহুল্য পায়খানা বাথরুমের জল জমে আছে আর ঐখানকার বাসিন্দাদের সেই জল দিন দিন পাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে বাধ্য হয়ে , পঞ্চায়েতের কোনো হেলদোল নেই ঐ নোংরা দুর্গন্ধ জমা জল কোনোভাবে নিষ্কাশন করানোর , আর আজ ঐসমস্ত বাসিন্দারা একত্রিত হয়ে বেশ কিছু জায়গার নর্দমা বন্ধ করেন কারণ কার্যত ঐসব ড্রেন দিয়ে ঐসমস্ত নোংরা দুর্গন্ধ জল প্রতিনিয়ত আসছে এবং বেলুড় ষষ্ঠীতলার মোড়মাথায় কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন, নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনা স্থলে আসেন এবং বাসিন্দাদের সাথে কথা বলেন এবং পথ অবরোধ তুলে নেন কিন্তু বাসিন্দাদের একটাই কথা খুব দ্রুত এই নোংরা দুর্গন্ধ জমা জল নিষ্কাশন করতে হবে। এখন দেখার বিষয় আজকের এই ঘটনার পর এই জমা জলের সমস্যা থেকে এনারা কবে নিষ্পত্তি পান।
দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দাদের বিক্ষোভ, দ্রুত নিষ্কাশনের দাবিতে পথে বেলুড়বাসী।

Leave a Reply