বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- আত্মরক্ষার লড়াই। বেঁচে থাকার লড়াই, ‘আমি ঐ মেয়ে’। নারী নির্যাতন রুখতে এমনই শিউরে ওঠা থিম গড়ে তুলছে বালুরঘাটের বিগ বাজেটের সংকেত ক্লাবের পুজো কমিটি।” আমি ঐ মেয়ে ” সমাজে নারীদের প্রতি চলতে থাকা গার্হস্থ্য হিংসা থেকে নারীদের ওপর চলতে থাকা সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সরব হতেই এবার ” আমি ঐ মেয়ে ” থিমকে মন্ডপ সজ্জার মধ্যে দিয়ে তুলে ধরে দর্শনার্থীদের মন জয় করতে উদ্যোগী হয়েছে বালুরঘাট শহরের বিগবাজেট পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সংকেত ক্লাব।
বালুরঘাট সংকেত ক্লাবের দুর্গা পুজা এবার ৫৩তম বর্ষ কে দর্শনার্থীদের কাছে আর ও আকর্ষনীয় করে তুলতে বেছে নিয়েছে নারী শক্তির থিম ” আমি ঐ মেয়ে “। বর্তমানে দেশের নানা প্রান্তে মহিলাদের প্রতি বিদ্বেষ, অসম্মান, সামাজিক বঞ্চনার পাশাপাশি কন্যাভ্রূণ হত্যা, পণপ্রথা, বাল্যবিবাহ, গার্হস্থ্য হিংসার বলি হতে হয় আমার আপনার ঘরের নারীদের।সেদিক দিয়ে দেখলে সামাজিক চেতনা জাগ্রত করে তুলতে এই থিমের তুলনা মেলা ভার।পাশাপাশি সমাজে একের পর এক অবহেলা, হিংসা, অবজ্ঞার শিকার হয়ে চলা নারীই এবার এই পুজোর মন্ডপের সৌন্দর্য্য ও শিল্পিসত্বায় হয়ে উঠবেন প্রতিবাদের প্রতীক।
সংকেত ক্লাব প্রায় প্রতিবারই সমাজকে সচেতনতার বার্তা দিয়ে থাকে থিমের মাধ্যমে। তাঁরা সমাজ ও প্রকৃতি রক্ষায় নানান কার্যকলাপ ফুটিয়ে তোলে পুজো মণ্ডপে। তাঁদের আকর্ষণীয় থিম দর্শনার্থীদের নজর কাড়ে প্রতি বছরই। নজিরবিহীন থিমে আকৃষ্ট হয়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে মণ্ডপ চত্বরে। সেদিকে লক্ষ রেখেই এবার তাঁদের থিম ‘আমি ঐ মেয়ে’।
ক্লাবের এই থিম দর্শকদের সামনে তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করছে ক্লাব সদস্য তথা কলা শিল্পিদের এক টিম।ক্লাবের সেই টিমের তরফে জানানো হয়েছে, মূলত নারীশক্তির জয়গান ও ক্ষমতায়নকেই প্রতিফলিত করতে চাওয়া হচ্ছে এই থিমের মাধ্যমে। তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের নানা প্রান্তে মহিলাদের প্রতি বিদ্বেষ, অসম্মান, সামাজিক বঞ্চনা অব্যাহত। আমরা আমাদের মণ্ডপ থেকে তাই জানাতে চাই নারীই শক্তি, নারীই প্রেরণা।’তাদের এবারের বাজেট ১৫ লক্ষ টাকা।পাশাপাশি ওই টিম লিডার এও জানিয়েছে তারা এবারের পুজোকে সাফল্যের রুপ দিতে বেশ কয়েকটি ক্লাব সদস্যদের নিয়ে টিম গঠন করা হয়েছে।যাতে থিম সহ সমগ্র পুজোকে দর্শনার্থীদের মন জয় করে নিতে পারে।
উদ্যোক্তাদের বিশ্বাস, দেবী দুর্গার আরাধনার পাশাপাশি ‘আমি ওই মেয়ে’ থিমের মাধ্যমে সমাজে নারীশক্তির স্বীকৃতি ও সম্মান আদায়ের এক নতুন অধ্যায় রচিত হবে।
Leave a Reply