আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফের ফালাকাটা থানার পুলিশের বড় সাফল্য। বিপুল পরিমাণ গাঁজা সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করল ফালাকাটা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ফালাকাটার স্টেশন বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুজন ব্যাক্তিকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই চক্রের সাথে আর কারা কারা জড়িত, কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা আনা হয়েছিলো তার সামগ্রিক তথ্য জানতে তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ।
এনডিপিএস ধারায় মামলা, গাঁজা পাচারচক্রের খোঁজে তৎপর ফালাকাটা থানার পুলিশ।

Leave a Reply