চার দফা দাবিতে ডব্লিউবিএসইডিসিএল কার্যালয় ঘেরাও, তালাবন্ধের হুঁশিয়ারি আন্দোলনকারীদের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ডব্লিউবিএসইডিসিএল-এর কল্যাণী সহকারী ইঞ্জিনিয়ার শান্তি নাথ দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে––স্মার্ট মিটার লাগানোর উদ্যোগে তিনি শহরে অশান্তি তৈরি করেছেন।

২০২৫ সালের শুরু থেকেই কল্যাণী শহরের বিভিন্ন এলাকায় স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়। কিন্তু সেই সময় থেকেই রাজ্যজুড়ে দেখা দেয় প্রবল জনবিক্ষোভ। আন্দোলনের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মার্ট মিটার প্রকল্পে সাময়িক স্থগিতাদেশ জারি করেন।

যদিও বর্তমানে স্মার্ট মিটার লাগানো বন্ধ হয়েছে, তবে সেগুলি খুলে ডিজিটাল মিটার বসানোর কাজ শুরু না হওয়ায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে নাগরিকসমাজ। শুক্রবার ডব্লিউবিএসইডিসিএল-এর কল্যাণী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্মার্ট মিটার বিরোধী নাগরিক ঐক্য মঞ্চ।

চার দফা দাবিতে এদিন প্রায় তিন ঘণ্টা ধরে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা চালায় আন্দোলনকারীরা। তাদের প্রধান দাবি––স্মার্ট মিটার খোলা, ডিজিটাল মিটার বসানো, মিটার খোলার নির্দিষ্ট দিন ঘোষণা এবং উৎসবের মরসুমে বিদ্যুৎ বিচ্ছিন্ন না করা। যদি তারিখ ঘোষণা না করা হয়, তবে কার্যালয়ের গেট তালাবন্ধ করার হুঁশিয়ারি দেন তারা।

অবশেষে ডেপুটেশনের কপি উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে ফরোয়ার্ড করা হলে আন্দোলনকারীরা কর্মসূচি তুলে নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিল রানাঘাট পুলিশ জেলা এবং কল্যাণী থানার বৃহৎ পুলিশবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *