নিজস্ব সংবাদদাতা, মালদা :- হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। মাতবে আপামোর বাঙালি।বাজতে চলেছে ঢাকের কাঠি, অতি ব্যস্ত পটুয়া পাড়ার মৃৎশিল্পীরা। চলছে প্রতিমার গায়ের শেষ তুলির টান। মালদা জেলার বিভিন্ন পটুয়া পড়ার মধ্যে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।নাওয়া খাওয়া ভুলে গিয়ে এখন দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রত্যেকটি শিল্পী। মালদার ইংরেজ বাজারের ফুলবাড়ী এলাকার মৃৎশিল্পী অষ্টম চৌধুরীর কারখানায় চলছে। শেষ মুহূর্তের কাজ।
ফুলবাড়ীর কারখানায় প্রতিমার শেষ তুলির টান, শিল্পীদের নাওয়া খাওয়া ভুলে ব্যস্ততা।

Leave a Reply