রতুয়া-২ ব্লকে বিক্ষোভ সভা থেকে বিজেপি ও প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ আব্দুর রহিম বকশীর।

নিজস্ব সংবাদদাতা, মালদা—বাংলা ভাষার সম্মান বাঁচাতে রতুয়া-‌২ ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলের মাঠে তৃণমূলের বিক্ষোভ সভা থেকে আবারও বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। দেশের প্রধানমন্ত্রীকে ‘‌খুনি’‌ বলে আক্রমণ করলেন জেলা তৃনমুলে সভাপতি । মঙ্গলবার বাংলা ভাষার সম্মান বাঁচাতে রতুয়া-‌২ ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলের মাঠে তৃণমূলের এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকেই বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে গেলেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা বলার কারণে যে হেনস্থা, অত্যাচার চলছে তারই প্রতিবাদে ১৫টি ব্লক জুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল। তারই কর্মসূচি হিসেবে এদিন আগে রতুয়া হাসপাতাল মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় কুমারগঞ্জ হাই স্কুল মাঠে। তারপর বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, রাজ্য সহ সভাপতি সমর মুখার্জি প্রমুখ। এদিন জেলা সভাপতি আব্দুর রহিম বকশি বলেন, ‘‌আমাদের দেশের প্রধান মন্ত্রী একজন খুনি। মানুষখেকো। নিরপরাধী মানুষদের হত্যাকারী। গুজরাটে যে হত্যালিলা করানো হয়েছিল, তখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন নিয়ে স্বয়ং। উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে আমরা দেখেছি নৃশংসভাবে আফরাজুলকে হত্যা করা হয়েছে। মানুষ এই বিজেপি-‌কে প্রত্যাখান করে আবারও আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে মসনদে বসাতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *