দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পুজোর আগে বিশ্বকর্মা পুজোর দিন বালুরঘাট এর বিধায়ক অশোক কুমার লাহিড় একটি অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাট বিধানসভা হিলি মণ্ডল ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে ডাবরা অঞ্চলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছু গরিব গ্রামবাসী এটা প্যান্ট জামা সহ নানা রকম সামগ্রী হাতে তুলে দেন। আজ বালুরঘাট বিধানসভার হিলি মন্ডলের ধলপাড়া অঞ্চলের ডাবরা সংসদে আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে বস্ত্র বিতরণ করলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী মহাশয়।বিধায়কত মিলে থেকে অর্থ সংগ্রহ করে এদিন বেশ কিছু দরিদ্র মানুষকে সাহায্য করে। তিনি জানান শুভ লগ্নে মানুষের হাতে পুজোর কটা দিন আনন্দ করার জন্য তাদের হাতে সামান্য উপহার তুলে দেয়া হয়। যাতে করে পুজোর কটা দিন গ্রামের মানুষ আনন্দ মধ্যে দিয়ে দিন কাটাতে পারে। আজ শুভ লগ্নে এটি তার কাম্য।
শারদীয়া উৎসবের আগে মানবিক উদ্যোগ—হিলি মণ্ডলে বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন।

Leave a Reply