নিজস্ব সংবাদদাতা, মালদা– –ভুতনি একের পর এক মৃত্যু। এবারে বন্যার জলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় মালদার ভুতনি থানার অন্তর্গত পশ্চিম নারায়নপুর মহেন্দ্র টোলা এলাকায়। কিশোরীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। জানা গেছে মৃত স্কুল ছাত্রীর নাম হেমাঙ্গিনী মন্ডল। স্থানীয় পশ্চিম নারায়নপুর হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত সে। ঘটনা সম্পর্কে জানা গেছে, বুধবার আনুমানিক এগারোটা নাগাদ বন্যার জলে স্নান করতে যায় সে। সেখানেই জলে তলিয়ে যায় বলে খবর। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে নেমে পড়েন। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর কিশোরীকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।
শোক ছায়া পশ্চিম নারায়নপুরে, বন্যার জলে প্রাণ গেল স্কুল পড়ুয়ার।

Leave a Reply