মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদা জেলা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো বুধবার হবিবপুর ব্লকের কেন্দপুকুর হাই স্কুলের বাদল মাঠে। মালদা জেলা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট চলতি মাসের ১১ তারিখ থেকে মালদা জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছিল।
ফাইনাল দিনের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর অনুষ্ঠিত হয় মালদা বিধানসভা বনাম গাজোল বিধানসভার মধ্যে রোমাঞ্চকর ফাইনাল খেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি প্রতাপ সিং, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হবিবপুর বিধানসভার বিধায়ক জোয়েল মুর্মু, মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা, গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন, আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন সহ আয়োজক কমিটির সদস্যরা। এদিন এই ফুটবলার খেলার মালদা বিধানসভা ১ গোলে এগিয়ে বিজয়ী হয় । প্রতিযোগিতা শেষে বিজয়ী দল কে পুরস্কৃত করা হয় বলে জানাগিয়েছে ।
Leave a Reply