মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-৫০বছর পূরণ হতে চলেছে সর্বজয়ী ক্লাবের দুর্গা পূজা।প্রতিবছরই কিছু না কিছু নতুন একটা থিম তুলে ধরেন এক ক্লাবের তরফ থেকে এই বছর বাদ যায়নি এবার নতুন চমক দিতে চলেছে । প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জোড়কদমে চলছে পূজা মণ্ডপ তৈরীর কাজ। সর্বজয়ী ক্লাবের দুর্গা পূজা এবছর ৫০ বছরে পা রেখেছে। এবছর তাদের থিম শীষ মহল। জয়পুরের আমের কোটে রাজা মানসিংহের আমলের তৈরি শীষ মহলের আদলে তৈরি হবে দুর্গাপূজা মন্ডপ। কাঁচ, ফাইবার, বাঁশ, প্লাস্টিক, কাঠ সহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে পূজা মন্ডপ। প্রতিমা থাকছে সাবেকি। স্থানীয় ডেকোরেটার বহিরাগত শিল্পীদের দিয়ে তৈরি করছেন পূজা মন্ডপ। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে দুর্গাপূজার পাশাপাশি সামাজিক কিছু কাজকর্মের উদ্যোগ রয়েছে ক্লাবের পক্ষ থেকে। ক্লাব সম্পাদক রঞ্জিত মুসাদ্দি বলেন, এবছর তাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী। ক্লাবের থিম শীষ মহল।জয়পুরের আমের কোটে রাজা মানসিংহের আমলের তৈরি শীষ মহলের আদলে তৈরি হবে পূজা মন্ডপ। প্রতিমা থাকছে সাবেকি। থাকছে রকমারি আলোকসজ্জা। এবছরও ক্লাবের থিম দর্শনার্থীদের মন জয় করবে বলে আশা করেন তিনি।
কাঁচ-ফাইবারে তৈরি শীষ মহল, আলোকসজ্জায় মুগ্ধ করবে সর্বজয়ী ক্লাবের পুজো।












Leave a Reply