পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে কাঠের বিভিন্ন আসবান পত্র থেকে শুরু করে বাড়ির বিভিন্ন কাজের বিষয় নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের একটি বেসরকারি আবাসনে এলাকার কাঠ শিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয় শনিবার, যার মূল উদ্যোক্তা হিসেবে ছিলেন একশন টেশা নামক একটি বেসরকারি সংস্থা,এই দিন কর্মকর্তারা তাদের বক্তব্যের মাধ্যমে কিভাবে জলরথী উচ্চ ঘনস্থ ফাইবার বোর্ড কাজে লাগাবি সেই বিষয় নিয়ে সচেতন করা হয় কাঠ শিল্পীদের,পাশাপাশি অগ্নি প্রতিরোধ হিসেবে কিভাবে কাজ করবে তাদের এই পণ্য কিভাবে কাজে লাগাবে সেই বিষয় নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।এইদিন উপস্থিত ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার স্বরুপ ব্যানার্জী ,
সিনিয়র ASM দীপঙ্কর পাল,
পিযুশ চক্রবর্তী,
ASM পিথ্বীশ মজুমদার,ASM
মনদীপ সিনিয়র ।
পৃথিবীর ভারসাম্য রক্ষায় কাঠ শিল্পীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পশ্চিম মেদিনীপুরে।

Leave a Reply