গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, ২০ সেপ্টেম্বর:- সমাজে ভ্রাতৃত্ব ও ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে আজ গঙ্গারামপুরের নারী এলাকায় আয়োজিত হলো সর্ব ধর্মীয় মিলনমেলা। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এই মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক ঐক্য ও মানবিক মূল্যবোধের প্রসার ঘটানো। অনুষ্ঠানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের বিশিষ্ট ধর্মগুরুরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার শাহী ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমী এবং বৌদ্ধ ধর্মের বিশিষ্ট প্রতিনিধি ড. অরুণ জ্যোতি ভিক্ষু, কর্ণধার – কলকাতা বৌদ্ধ বিহার।
এমন এক সময়, যখন সমাজে বিভেদের বাতাবরণ তৈরি করার নানা প্রচেষ্টা চলছে, তখন গঙ্গারামপুরের এই উদ্যোগ নিঃসন্দেহে এক প্রশংসনীয় পদক্ষেপ। ধর্মীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ভালোবাসা, সহনশীলতা ও ঐক্যের উপর গুরুত্ব দেন।
ভালোবাসা ও সহনশীলতার ডাক, বিভেদের বিরুদ্ধে গঙ্গারামপুরের উদ্যোগ।

Leave a Reply