দাসপাড়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো শিকল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর গ্রামে। জানা গেছে অম্বিকানগরের বাসিন্দা খইরুল মেশিন দিয়ে কাঁচা চা পাতা তোলার কাজ করে সংসার কোন মতে চালাতেন। আর রবিবার রাত্রে সেই কাঁচা চা পাতা তোলার মেশিন চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে দাসপারা গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর গ্রামে । এই ঘটনায় গ্রামবাসীরা দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন। তবে মেশিন এর মালিক খইরুল বিষয়টি পুলিশকে জানাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি স্থানীয়রা এই ধরনের দুষ্কৃতিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলেছেন এদিন।
অম্বিকানগরে শিকল কেটে চুরির ঘটনা, চাঞ্চল্য গ্রামজুড়ে।












Leave a Reply