জঙ্গিপুর, নিজস্ব সংবাদদাতা:- পরীক্ষা শেষে উচ্ছ্বাস স্বাভাবিক, কিন্তু সেই উচ্ছ্বাস যদি বিপজ্জনক রূপ নেয়, তবে তা উদ্বেগজনক। এমনই এক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। সম্প্রতি পরীক্ষার পর উমরপুর এলাকায় জাতীয় সড়ক ১২ নম্বরের উপর কয়েকজন ছাত্র-ছাত্রীকে স্করপিও গাড়ির উপর ও বাইরে ঝুলে উদ্দাম নাচতে দেখা গেছে। সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে সমালোচনার ঝড় তুলেছে।
চোখে পড়েছে—গাড়ির ছাদে উঠে কয়েকজন ছাত্র বক্সে বাজতে থাকা উচ্চস্বরে গানের তালে নাচছে। কেউ আবার গাড়ির দরজার বাইরে অর্ধেক ঝুলে প্রাণের ঝুঁকি নিয়ে উচ্ছ্বাসে মেতেছে। এদিকে আরেকটি স্করপিও গাড়ির ভেতরে সাদা জামা-পাজামা পরিহিত কয়েকজন ছাত্রীকেও হাত নেড়ে, লাফিয়ে আনন্দে মাততে দেখা যায়।
রাস্তার দু’ধারে বইয়ের পাতাও খাতা ছেঁড়া রাস্তার দু সাইডে সাদা কালো সাদা কালো হয়ে আছে।
ব্যস্ত জাতীয় সড়কের মাঝেই এহেন বেপরোয়া আচরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় সাধারণ মানুষ। গাড়ির গতিবেগ ও ছাত্রদের ঝুঁকিপূর্ণ কাণ্ড দেখে অনেকেই ভয় পান যে মুহূর্তের মধ্যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
ভিডিও প্রকাশ্যে আসতেই অভিভাবক মহল ও শিক্ষা মহল ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবকরা বলছেন,
“পরীক্ষা শেষে আনন্দ করা দোষের নয়, কিন্তু এভাবে রাস্তায় বেপরোয়া উচ্ছৃঙ্খলতা জীবনহানির কারণ হতে পারে।”
নেটিজেনরাও কড়া সমালোচনায় সরব। কেউ লিখেছেন— “এটা শিক্ষা নয়, এটা ছি ছি।” আবার কেউ কটাক্ষ করেছেন, “ফলাফলে ভালো না করলে দায় কে নেবে? এই শিক্ষা কোন দিশায় নিয়ে যাচ্ছে?”
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের বেপরোয়া আচরণ আটকাতে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত। নাহলে শিক্ষার্থীদের এই অতি উচ্ছ্বাস বড়সড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
একজন সাধারণ মানুষ বলছে স্করপিও গাড়ির নং চেক করে সেই গাড়ির মালিক, ড্রাইভার ও এই সব ছাত্র দের আইন মোতাবেক শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে এই সব নোংরামি গুলো বন্ধ হবে।
শুধু এদের শাস্তি দিলে হবে না, এদের সাথে সাথে তাদের বাবা-মাকেও শাস্তি দিতে হবে, কারণ বাবা-মার অবহেলার কারণে এই কুলাঙ্গার রাস্তায় উৎলাচ্ছে।
অন্যদিকে একজন সচেতন গার্জেন বলেন স্করপিও গাড়ির নাম্বার চেক করুন।তারপরে কোন স্কুলের ছাত্র কোন স্কুলে পরীক্ষা দিতে গেছিল সেটা দেখুন। তারপরে স্কুলের ছেলেগুলোর উপযুক্তির শাস্তি দিন এবং স্কুল থেকে বহিষ্কার করুন।
জঙ্গিপুরে বিপজ্জনক উল্লাস: স্করপিওর ছাদে ঝুলে ছাত্রদের নাচ, ভাইরাল ভিডিওতে ক্ষোভ।












Leave a Reply