মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সারাংপুর আলোর শিখা সংঘ সমবায় সমিতি যার অবস্থান বানিয়ে খালি বাজার সংলগ্ন স্থানে। এই সমিতিতেই আজ সমিতির লোন এর টাকা দিতে এসে সমিতির ঘরে তালা বন্ধ দেখে খোব উগরে দিলো এস এইচ জি গ্রুপের মহিলারা। আর এ এফ সিয়ারের টাকা বন্ড কেনার দুর্নীতি লোনের সুদের টাকার দুর্নীতি কুড়ি লক্ষ টাকা তছ রুপ গ্রুপের মহিলাদেরকে কাজ না দেওয়া একাধিক দুর্নীতির কথা তুলে ধরলেন গ্রুপের মহিলারা আর এই অভিযোগের তীর ওই গ্রুপের সম্পাদীকা শেফালি বিবি সভানেত্রী বিলকিস বিবি। ও শামীমা খাতুনের দিকে অভিযোগের তীর ঐ ঘটনায় আমরা তাদেরকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কোন উত্তর পাওয়া যায় নি। তাহলে কি আসলে তারা দুর্নীতির সঙ্গ যুক্ত। দুর্নীতির কথা তাদেরই দলের কিছু মহিলারা। আধার কার্ড ও স্ট্যাম্প নিয়েই করে নিয়েছে ইলেক্শন বলে মন্তব্য করেন।
এস এইচ গ্রুপের মহিলাদের সুরক্ষার জন্য উপস্থিত ছিলেন প্রশাসনিক মহলের ব্যক্তিরা।
লোন সুদ ও এএফসিয়ার বন্ড কেনায় দুর্নীতির অভিযোগ, সম্পাদীকা-সভানেত্রীর বিরুদ্ধে সরব এসএইচজি মহিলারা।












Leave a Reply