কলকাতায় টানা বৃষ্টিতে অচল শহর: ট্রেন দেরিতে, মেট্রো সীমিত পরিষেবা।

নিজস্ব সংবাদদাতা : কলকাতা:- টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা কলকাতা শহর। রাত থেকে ভোর পর্যন্ত একটানা বর্ষণের জেরে রাস্তাঘাট থেকে শুরু করে রেলপথ—সব জায়গাতেই দেখা দিয়েছে চরম বিপর্যয়। একাধিক ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ, অনেক ট্রেন চলছে ঘণ্টার পর ঘণ্টা দেরিতে। অন্যদিকে মেট্রো রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সীমিত পরিসরে মেট্রো চালানো হচ্ছে।

সপ্তাহের দ্বিতীয় দিনে অফিসযাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ। ভোর থেকে বহু মানুষ কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। হাতেগোনা কয়েকটি বাস রাস্তায় নামায় যাত্রীরা পড়েছেন চরম সমস্যায়। ফলে যারা বাড়ি থেকে বেরোচ্ছেন, তাঁদের জন্য গন্তব্যে পৌঁছানো হয়ে উঠছে আরও কঠিন।

এদিকে জল জমে যাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরসভা লকগেট খুলে দিলেও সমস্যা কাটছে না। উলটে জল ফেরত এসে নতুন করে বিপদ তৈরি করছে। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে।

এই অবস্থায় সতর্কতা জারি করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শহরবাসীর উদ্দেশে তাঁর আবেদন—অন্তত আজকের দিনটা অকারণে বাইরে না বেরোনোই নিরাপদ। বৃষ্টির দুর্ভোগের পাশাপাশি প্রাণহানির আশঙ্কা এড়াতেই এই সতর্কবার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *