দাসপুর, নিজস্ব সংবাদদাতা:- দাসপুর বিধানসভার বিধায়ীকা শ্রমত্যা মমতা ভূঁইয়া মহাশয়ার উদ্যোগে – দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকায়- বিভিন্ন প্রান্তিক মানুষের হাতে চাল পোশাক এবং ত্রিপল তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- দাসপুরে বিধায়িকা শ্রীমত্যা মমতা ভূঁইয়া, দাসপুর ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক- দীপঙ্কর বিশ্বাস , দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, ওই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ- আশীষ মাজী, গ্রাম পঞ্চায়েতের প্রধান দুলাল মন্ডল সহ সমস্ত আধাকারী ও কর্মকর্তারা।
দাসপুরে পুজোর আগে ত্রাণ ও পোশাক বিতরণ, উদ্যোগে বিধায়িকা মমতা ভূঁইয়া।












Leave a Reply